ডিসেম্বর ২৯, ২০২২
কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা পর্যদের সভাপতি সভাপতি আব্দুর রউফ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার আজিজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, অবসরপ্রাপ্ত প্রকৌশলী গাজী শামসুদ্দিন আহমেদ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়রে ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওয়াহেদ আলী সানা, তানিয়া জনকল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহফুজা খাতুন খুকু, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, পিরোজপুর পথকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুহিন জাহাঙ্গীর, পল্লীকবি গাজী আব্দুর রব বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, রবিউল ইসলাম ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। 6,821,141 total views, 526 views today |
|
|
|