ডিসেম্বর ১৫, ২০২২
কাদাকাটিতে ধান চাষীদের খালের বাঁধ অপসারনের দাবী
![]() সমীর রায়,আশাশুনি : আশাশুনির কাদাকাটি ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে পানি আটকে দেওয়ায় বিপাকে পড়েছেন ধান চাষীরা। খালের পানি অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী চাষীরা। গতকাল কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া ও ঝিঁকরা গ্রামবাসীর পক্ষে গৌরাঙ্গ কুমার বিশ্বাস, সুভাষ, বিশ্বনাথ, গণেশসহ ১৫ ব্যক্তি স্বাক্ষরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, ঝিকরা মৌজায় বিভিন্ন কৃষকের ২৫/৩০ বিঘা জমিতে তারা ধান চাষ করে থাকেন। বর্তমানে ইরি বøকে ধান চাষের জন্য বীজতলায় বীজ ধান ফেলানোর কাজ চলছে। কেউ কেউ বীজতলা তৈরির কাজে ব্যস্ত। তাদের জমির পাশে সরকারি খাস খাল দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু সরকারি খাস খালের উপর মাটির বাঁধ দিয়েছেন শাহনগর গ্রামের মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে ঝিকরা গ্রামের মৃত্যুঞ্জয় কুমার মন্ডল। ফলে এসব জমির পানি নিষ্কাশনের হচ্ছে না। কৃষকদের অনেকেই সরকারি বীজ ধান পেয়েছে, অন্যরা বাজার থেকে উচ্চমূল্যের বীজ ধান কিনে কাজে লাগাতে পারছেনা। চাষীরা জানান, তারা পানি সরানোর জন্য বাঁধের সামান্য একটু কেটে দিয়েছিলেন কিন্তু পুনরায় সেটি আটকে দেওয়া হয়েছে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুঞ্জয় সহ তার লোকজন ব্যক্তিস্বার্থে চাষীদের ক্ষতি করছে এটা দুঃখজনক। এর প্রতিকার হওয়া দরকার। 6,853,285 total views, 1,090 views today |
|
|
|