ডিসেম্বর ১৪, ২০২২
ইয়ুথ মেন্টর গ্রæপ সাতক্ষীরার উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক : ইয়ুথ মেন্টর গ্রæপ সাতক্ষীরার শুভ উদ্ধোধন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইয়ুথ মেন্টর গ্রæপ সাতক্ষীরা বোর্ড লিডার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিস এর প্রতিনিধি, ব্রেকিং দ্য সাইলেন্স, ইয়ুথ মেন্টর গ্রæপের সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত এনসিটিএফ সদস্য, সুবিধা বঞ্চিত শিশু, ইয়ুথ ভলেন্টিয়ার ও শুভাকাঙ্খীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব ও কেক কাঁটার মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়। সভায় ইয়ুথ মেন্টর গ্রæপ সাতক্ষীরা বোর্ড লিডার ইয়ুথ মেন্টর গ্রæপের কর্যক্রম সম্পর্কে বলেন, বাংলাদেশ ইয়ুথ মেন্টর গ্রæপ ২০২২ সালের ১৮ নভেম্বর ঢাকার পূর্বাচলের ছুটি রিসোর্ট থেকে যাত্রা শুরু করে। ২৫ জেলার ২৭ জন তরুণ সদস্যদের অংশগ্রহণে তৈরি করা হয় গ্রæপটির একটি পূর্ণাঙ্গ গঠন প্রণালী এবং কর্মপরিকল্পনা। ইয়ুথ মেন্টর গ্রæপ হচ্ছে তরুণদের নিয়ে তৈরি একটি সংগঠন। আমাদের লক্ষ্য হলো সকল শ্রেণির তরুণদের অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাঝে আত্মবিশ্বাস তৈরি ও দক্ষতা উন্নয়নে কাজ করা। সংগঠনে সারা বাংলাদেশ থেকে বর্তমানে ৬শ’ প্লাস স্বেচ্ছাসেবক কাজ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। এর পর বেলুন উড়িয়ে মেন্টর গ্রæপের শুভ উদ্বোধন পর্ব সমাপ্ত করা হয়। 8,314,746 total views, 3,992 views today |
|
|
|