ডিসেম্বর ৮, ২০২২
ইপিআরসি’র ইউনিয়ন অবহিতকরণ সভা
নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে কমিউনিটি সক্ষমতা বৃদ্ধি এবং আর্সেনিক নিরসনের মাধ্যমে সকলের জন্য খাবার পানি নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে ইপিআরসি’র ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ইপিআরসি খাজরার আয়োজনে এ ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইপিআরসি’র মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদের সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন ইপিআরসি’র এরিয়া ম্যনেজার মোঃ হারুনার রশিদ। এসময় ইউনিয়ন সুপারভাইজার খন্দকার রায়হান উদ্দীন,ওয়াস মোটিভেটর সমীরন মন্ডল,স্বপ্না সুলতানা মেরিনা,ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু,খায়রুল ইসলাম,মফিজুল ইসলাম,হাসমত ঢালী,রবিউল ইসলাম সবুজ,রওশনারা বেগম,তহমিনা বেগম,প্রধান শিক্ষক মেহেদী হাসান,সহকারী শিক্ষক গনেশ চন্দ্র বৈদ্য,সাব কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র বৈদ্য,সাবেক ইউপি সদস্য জালাল মোড়ল,অনুপ কুমার সানা,ইমাম মোঃ শহিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,আর ইপিআরসি’র বাস্তবায়নে খাজরা ইউনিয়নে খাবার পানি নিরাপত্তা নিশ্চিত কল্পে খাজরা ইউনিয়নে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আর্সেনিকের অবস্থান নির্নয় করে বিশুদ্ধ খাবার পানির উৎস্য তৈরী এবং সাধারন জনগনের মাঝে খাবার পানি সরবরাহ নিশ্চিত করনে এ সংস্থাটি কাজ করবে। 8,184,939 total views, 7,300 views today |
|
|
|