ডিসেম্বর ৩১, ২০২২
ইট বোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু
![]() পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় জান্নাতুল নামের আড়াই বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শিশুটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা গ্রামের আল-আমীন হোসেনের মেয়ে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাইকগাছার চাঁদখালী-মৌখালী সড়কের সবুর সরদারের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। নিহতের পিতা আল-আমীন জানান, চাকরি সূত্রে তিনি চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়ি ভাড়া হিসাবে বসবাস করেন। শনিবার সকালে শিশু জান্নাতুল বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিলো। এমন সময় আশাশুনির বড়দলের আব্দুর রশিদের ইটভাটা থেতে ইট বোঝাই একটি ট্রলি দ্রæত গতিতে চালিয়ে এসে জান্নাতুলকে চাঁপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় অপমৃত মামলা হয়েছে। 6,819,214 total views, 880 views today |
|
|
|