ডিসেম্বর ২৭, ২০২২
ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
![]() পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার ঐতিহ্যবাহী ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক তাপস সরকার, শিক্ষক প্রদীপ শীল, শাহনাজ পারভীন, ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, জগদীশ চন্দ্র রায়, অখিল মন্ডল, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, দীপংকর মন্ডল, শিক্ষক অতীষ কান্তি সরকার, শিউলী বিশ্বাস, প্রভাতী স্বর্ণকার, তানসিনারা ইসলাম, অঞ্জনা মুখার্জী, ফারহানা ফেরদৌস, সৌরভ সানা, বাসন্তী মন্ডল, শিক্ষার্থী এসএম তরিকুজ্জামান ও অঙ্কিতা রায় দিয়া। 6,573,233 total views, 1,647 views today |
|
|
|