ডিসেম্বর ২০, ২০২২
আশাশুনিতে ৩ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ৩ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান। ইউরোপীয় ইউনিয়ন ও খ্রিস্টান এইড এর অর্থায়নে এবং বাংলাদেশে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা এমন নাগরিক সমাজের সংগঠন (পিএসও) এবং নেটওয়ার্কগুলির ক্ষমতায়ন করা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কার্যকরী সম্পৃক্ত করণ এবং স্থানয় সুশাসন ও উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভূক্তিমুলক অংশগ্ৰহনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনি দিনে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ছাইদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক মো. জহির উদ্দিন, জেলা ভলেন্টিয়ার শংকর দাস ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার তাহমিদ হোসেন। ২০, ২১ ও ২২ ডিসেম্বর ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করছেন। 8,413,064 total views, 1,217 views today |
|
|
|