ডিসেম্বর ৮, ২০২২
আশাশুনিতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কৃষকদেরকে আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে চাষাবাদ এগিয়ে নিতে ভর্তুকি মূল্যে জমির বেড নির্মান ও বীজ বপন বেড প্লাÐার মেশিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ যন্ত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কৃষি উৎপাদনবৃদ্ধি করতে কৃষকদেরকে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র প্রদান কার্যক্রম চলে আসছে। এরই অংশ হিসেবে উপজেলার কুল্যা ইউনিয়নের দাঁদপুর গ্রামের আবু হানিফ সরদারের ছেলে প্রশিক্ষিত কৃষক হাবিবুর রহমানকে জমির বেড নির্মাণ ও বীজ বপন পাওয়ার ট্রিলার চালিত বেড প্লাÐার মেশিন প্রদান করা হয়। ২ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের এ বেড প্লাÐারটি (ভর্তুকি মূল্য) ১ লক্ষ ১০ হাজার টাকায় প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্লাÐার কৃষকের হাতে তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 8,275,020 total views, 9,449 views today |
|
|
|