Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী।

মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ধান্যহাটি গ্রামের কবিতা অধিকারী, সফল জননী নারী শ্রীউলা গ্রামের রিজিয়া খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী (ক্যাটাগরীতে) শ্রীউলা গ্রামের শাহানারা খাতুনকে ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে ৭টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক ও ৫৪ জন মহিলার মাঝে ৬ লক্ষ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version