ডিসেম্বর ১১, ২০২২
আশাশুনিতে ছাত্রলীগের আনন্দ মিছিলে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সমীর রায়, আশাশুনি : বাংলাদেশ ছাত্রলীগের আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের সাতক্ষীরা জেলা সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আশাশুনিতে বিশাল আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় ছাত্রলীগের আয়োজনে উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আনন্দ মিছিল শুরু করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে নব গঠিত কমিটির সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে পথসভা করে। নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, কৃষকলীগ সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, জেলা যুব মহিলালীগ সেক্রেটারী সীমা সিদ্দিকী, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, তাহমিদ হোসেন ডেভিট, সেলিম রেজা সেলিম, বিকাশ সরকার, রবিউল ইসলাম নবু, জুয়েল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নাহিদ রানা, জাহিদ, ফরহাদ, মোস্তফা, আশিক, সাদ্দাম, জহুরুল, শামছুর, মামুন, সিজান, শাওন, মিলন, মিঠুন, জাহিদ, লিংকন, সবুজ, সাকিব, মামুন, বাবু, শামীম, আশিক, আছাদুল, মিনারুল, বিদ্যুৎ, রিভিউ, রাকিব, সমীরণ, আলামিন, সোহাগ, হাবিবুর রহমান, আঃ মজিদ, রুহুল আমিন, রাসেল, ইস্রাফিল প্রমুখ। 8,180,773 total views, 3,134 views today |
|
|
|