ডিসেম্বর ২৪, ২০২২
আশাশুনিতে কৃষিপণ্য বাজাজাত করণে সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কৃষি পণ্য বাজারজাত করণে ব্যবসায়ীদেরকে পণ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে এ মালামাল বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে বড়দল ও খাজরা ইউনিয়নের ৮ জনকে কৃষিপণ্য বাজারজাত করণ পণ্য প্রদান করা হয়। ফুসকা ব্যবসার জন্য গ্যাস সিলেÐার, গ্যাসের চুলা, সোয়াবিন তেল সহ ৩০ প্রকারের পণ্য বিনামূল্যে প্রদান করা হয়। প্রত্যেককে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হচ্ছে। সহায়তা পণ্য প্রদান কাজ পরিচালনা করেন, উন্নয়ন প্রচেষ্টার বড়দল শাখা ব্যবস্থাপক বিপ্লব দেবনাথ। 5,697,101 total views, 737 views today |
|
|
|