ডিসেম্বর ৮, ২০২২
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ আটক-১০
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জামায়াতে ইসলামীর আমির শোভনালী ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে ৫(১২)২২ নং নাশকতা মামলায় উপজেলা জামাতের আমির ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, বুধাহাটার সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, বুধহাটার শাহজাহান আলী সরদারের ছেলে বকুল সরদার, কুল্যা গ্রামের গফফার সরদারের ছেলে মেহেদী হাসান, পদ্মবেউলা গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মোজাম মাস্টার, আশাশুনি সদরের ইয়াকুব আলী সানার ছেলে আব্দুল হাই সানা, শ্রীকলস গ্রামের মৃত গফফার সরদারের ছেলে মোস্তাফিজুর রহমান, আশাশুনি সদরের মৃত খালেক সরদারের ছেলে আলমগীর হোসেন পিন্টু সরদার, বালিয়াপুর গ্রামের মৃত আবু তালেব মোল্যার ছেলে আব্দুল লতিফকে আটক করা হয়। এছাড়া অন্য মামলায় দক্ষিণ বড়দল গ্রামের কাওছার ঢালীর ছেলে সামাদ ঢালীকে আটক করেন। অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 8,184,010 total views, 6,371 views today |
|
|
|