ডিসেম্বর ৯, ২০২২
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক মানববন্ধনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ, দুপ্রক’র সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ অংশনেন। উপজেলা পরিষদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্ত্তী, কমিটির সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক (অবঃ) সুবোধ চক্রবর্ত্তী, প্রভাষক মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। এছাড়া উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও অফিস পাড়ায় দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন মুদ্রিত পোস্টার লাগানো হয়। 8,172,859 total views, 13,644 views today |
|
|
|