ডিসেম্বর ১০, ২০২২
আশাশুনিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশুনিতে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএম হোসেনুজ্জামান বলেন-ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি তাদের দলীয় কার্যালয়ে বোমা রেখে প্রমান করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন। আমাদের দেশে যে নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসনের সদস্যদের উপর বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে এতে তাদের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিৎ। আগষ্ট মাস ও বিজয়ের মাস ডিসেম্বর আসলেই তারা ষড়যন্ত্র শুরু করে দেয়। এতে প্রমান করেছে তারা পূর্বে কখনও স্বাধীনতার পক্ষে ছিলেন না এবং এখনও নাই। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। যুবনেতা আমিরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহŸায়ক আলমগীর হোসেন, শেখ রাসেল পরিষদের সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, মহিলা মেম্বর মারুফা খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রবিউল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আলিম, সবুজ, নাজমুল প্রমুখ। 8,172,686 total views, 13,471 views today |
|
|
|