নভেম্বর ৭, ২০২২
সাতক্ষীরায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক পঙ্কন কুমার দাস, সাবেক শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম চকলেটসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 8,766,616 total views, 7,176 views today |
|
|
|