Site icon suprovatsatkhira.com

রাজা রাম মোহন রায়ের দ্বিসার্ধশবর্ষে আলোচনাচক্র ও সাংগঠনিক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : বাংলা সংস্কৃতি বলয় নামে নামাঙ্কিত আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে ২দিন ব্যাপি রাজা রাম মোহন রায়ের দ্বিসার্ধশবর্ষে আলোচনাচক্র সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার ভগৎ সিং যুবাবাসে সম্মানিত অতিথি হিসেবে গাছের চারায় জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ^কমিটির সদস্য ও ভারতের ত্রিপুরার ভানগার্ড টিভির চেয়ারম্যান সেবক ভট্টাচার্যের হাতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি রবি তার লেখা বই চেতনায় একাত্তর ও বাংলাদেশের স্বাধীনতার প্রতিক জাতীয় পতাকা সম্বলিত শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন। এসময় বাংলা সংস্কৃতি বলয় নামে নামাঙ্কিত আন্তর্জাতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version