নিজস্ব প্রতিবেদক : যুব-তরূনদের মধ্যে যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে স্থানীয় সরকার ও সেবামূলক প্রতিষ্ঠান কর্মকর্তাদের সাথে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দীপক কুমার সাহা। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো: মাহফুজ সরদার। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজী বশীর আহম্মেদ, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, সাতক্ষীরা। মো: আব্দুস সেলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। জয়ব্রত ঘোষ, মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। শেখ মহিবুর রহমান, মেডিকেল টেকনোলোজিষ্ট, (ইপিআই), সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সাতক্ষীরার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ^াস।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন জিসান মাহমুদ, ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশ, যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা বিশ্লেষণ ও এ্যাকশন বিচার্স এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে পর্যালোচনা উপস্থাপন করেন কনস্যালটেন্ট মৃনাল কুমার সরকার। এছাড়া ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: আরশাদ আলী, মো: ইউসুফ সরদার, খান আব্দুল হামিদ, আবু ছালেক, মো: জাহিদ্জুজামান, দীপংকর ঘোষ, মো: আব্দুর রাজ্জাক, রেবেকা সুলতানা, রতœা রাণী সরকার, সালমা খাতুন, সি এইচ, সি পি মাহফুজা খাতুন, নাবিদ ওয়াহিদ, মুর্শিদা খাতুন, আবু সাইদ, আলমগীর হোসেন, এম এ সি এম ডা: মো: খায়রুল হাসান ও বিভিন্ন যুব সংঘ থেকে আগত যুব নেতৃবৃন্দ। সংলাপের উদ্দেশ্য যুবদের দক্ষতা উন্নয়নে বর্তমান অবস্থান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করা। যুবদের মানবসম্পদে পরিণত করার জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করা। যুবদের ক্ষমতায়িত করা যাতে তারা জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। জাতি গঠনে যুবরা স্বেচ্ছাসেবক ও মানবিক মনোভাব বিকাশ ঘটাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখবে। যুব নেত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন বৈশাখি সুলতানা। যুব তরূনরা আমন্ত্রিত অতিথিবৃন্দের কাছে তাদের অধিদপ্তরের সেবা সমূহ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন হ্রদয় মন্ডল, সাতক্ষীরা ইয়ূথ হাব ম্যানেজমেন্ট, রোজিনা খাতুন, সততা যুব সংঘ, তায়েব হোসেন, স্বপ্নচুড়া যুব সংঘ, কৃষ্ণা মন্ডল, উদ্দীপন যুব সংঘ, সাব্বির হোসেন, বেতনা যুব সংঘ। প্রশ্নের প্রেক্ষিতে অতিথিবৃন্দ আশানুরুপ উত্তর প্রদান করেন এবং সরকারী সেবার মানকে আর ও কিভাবে সকলের দ্বারগোড়ায় পৌছে দেয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন ও যুবদের বিভিন্ন সেবামুলকর কার্যক্রমে সম্পৃক্ততা করার আশ^াস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন গিয়াস উদ্দীন, প্রোগ্রাম অফিসার, সিডো, স্বার্বিক তত্বাবধানে ছিলেন মো: তহিদুজ্জামান, তহিদ, প্রকল্প সমন্বয়কারী, চন্দ্রশেখর হালদার, প্রোগ্রাম অফিসার, চন্দন কুমার বৈদ্য, ফাইন্যান্স অফিসার, রুবিনা খাতুন, বৈশাখী সুলতানা, মো: আলতাপ হোসেন প্রমুখ।