নভেম্বর ৪, ২০২২
মাধবকাটিতে বিজিবি সদস্যের বাইক চাপায় রং মিস্ত্রির মৃত্যু
আঃ সালাম ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার মধবকাটিতে বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধককাটি বাজারের পাশে অন্ন্যের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হেরমত আলী সরদার (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুর আলী সরদারের ছেলে। নিহত হেরমত আলী রং মিস্ত্রির কাজ করতেন।
নিহতের ভাগ্নে মাধবকাটি গ্রামের বাবুর আলী জানান, শুক্রবার সকালে মামা হেরমত আলী বাইসাইকেলে চড়ে বাড়ি থেকে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাড়ে ৮টার দিকে অন্ন্যের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটর সাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় পড়ে যান।ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক হেরমত আলীকে মৃত বলে ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যের পরিচয় জানা যায়নি। 8,771,974 total views, 3,697 views today |
|
|
|