Site icon suprovatsatkhira.com

দেবহাটায় হামলা করে আসামী ছিনতায়ের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শরিফুল ইসলাম ওরফে কালু ডাকাত (৪০) কে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভূমিদস্যু অধ্যুসিত জনপদ খলিশাখালিতে এঘটনা ঘটে। এতে দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শোভন দাশ, এএসআই আব্দুর রহিম গাজী, কনষ্টেবল ফরহাদ হোসেন ও কনষ্টেবল শাহজান আহত হন। ঐ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলি বর্ষন করে পুলিশ। এদিকে এঘটনায় কালু ডাকাতসহ ৯ সন্ত্রাসীকে এজাহার নামীয় ও আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলা (নং-৮) দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন, খলিশাখালিতে অবস্থানরত নাংলা গ্রামের কালু গাজীর ছেলে গফুর মাস্তান (৪৭), নোড়ারচকের মৃত আকরাম গাজীর ছেলে ইসমাইল মেম্বর (৪০), তার অপর দুই ভাই মারুফ (৩২) ও মুজাহিদ (২৭), বর্তমানে খলিশাখালিতে অবস্থানরত নাংলার আয়ুব আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু ডাকাত (৪০), বাবুরাবাদের মৃত রুহুল আমিনের ছেলে আকরাম ডাকাত (৪৫), নোড়ারচকের মৃত মৃত আছেল উদ্দীনের ছেলে আবুল হোসেন গাজী (৪৭), কালাবাড়িয়ার মৃত আবু জাফরের ছেলে আসাদুল ইসলাম (৪০) এবং খলিশাখালীর মৃত বাক্কার গাজীর ছেলে মুদি সাইফুল (৪২)। পেনাল কোডের ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৫৩/২২৫/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, পর পর ২দিনের অভিযানে অস্ত্র সহ ৪জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরেকটি অভিযান পরিচালনা কালে কালু নামের এক আসামীকে গ্রেফতার করা হলে পুলিশের উপর হামলা করে তার বাহিনীর সদস্যরা। এসময় পুলিশ আতœরক্ষায় ৮ রাউন্ড গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের হামলায় পুলিশের কয়েকজন অফিসার ও সদস্য আহত হন। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version