Site icon suprovatsatkhira.com

দেবহাটার সখিপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: সইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল।

গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম বলেন,
সরকারের চলমান লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ এবং সার্বিক সহযোগীতা করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে। আপনাদের সহযোগীতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরা জেলায় তৃনমুল পর্যায়ে সকল মানুষের আইনী অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। আপনার এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে জেলার গরীব, অসহায় ব্যক্তিদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান এবং তাদের আইনী অধিকার নিশ্চিত হবে। এসময় তিনি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আইন সহায়তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন ‘পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র’ প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।
গণশুনানী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের সাধারণ মানুষ, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version