Site icon suprovatsatkhira.com

ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেট গেষ্ট হাউজে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেট গেষ্ট হাউজে অবস্থানরত ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা চেতনায় একাত্তর বইয়ের শুভেচ্ছা কপি সকলকে উপহার দেন। মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হিসেবে যে সহযোগিতা করেছে তা কখনও ভোলার নয়। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মানুষের অনেক অবদান রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশের আইজিপি শ্রী সৌমিত্র ধর, জেলা পুলিশের এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ও সাপ্তাহিক উচ্ছেনদী সম্পাদক ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version