Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে দুধে ভেজাল, দুই জনের জরিমানা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা ও ভেজাল দুধ তৈরীর মেশিন বিনষ্ট করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের ঘোষপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন।

এসময় অবৈধ পন্থায় মেশিন ও বিশেষ ধরণের ক্যমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে কচুয়া গ্রামের দেবপ্রসাদ ঘোষের ছেলে মাধব ঘোষকে ৪ হাজার টাকা ও আশুতোষ ঘোষের ছেলে সহদেব ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৫ কেজি ফ্যাটক্রিম, ২ লিটার সোয়াবিন তেল ও প্রায় ১৫ কেজি ভেজাল দুধ জব্দ করার পর তা বিনষ্ট করা হয়। এসময় ৪ টি বোন্ডার মেশিন নষ্ট করে দেওয়া হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে স্থানীয় কচুয়া গ্রামের বিভিন্ন স্থানে দুধে ভেজাল না দিতে উৎপাদনকারীদের সতর্ক করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্থা মফিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version