নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গণকে আরো বেশি উজ্জীবিত করতে ও ক্রীড়া বান্ধব সাতক্ষীরা তৈরীর প্রত্যয় নিয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাতক্ষীরায় একাধিকবার ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ বহু টুর্নামেন্টের আয়োজক বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীর আহমেদ। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিল্লুর রহমানের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য, ক্লাব প্রতিনিধি ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আর কোষাাধ্যক্ষ পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ইদ্রিস বাবু।
“মনোনয়ন পত্র সংগ্রহ শেষে সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজীর আহমেদ বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময় জেলা। বাংলাদেশের ক্রীড়াঙ্গণে এ জেলার ছেলে-মেয়েরা অনেক সুনাম অর্জন করে জেলাকে গৌরান্বিত করেছে। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতার মাধ্যমে নতুনভাবে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যেতে চাই। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থাকে খেলা-ধূলার মাধ্যমে যুব সমাজসহ সকলকে মাঠমুখী করতে আমি সকলের দোয়া ও ভালবাসা নিয়ে প্রার্থী হয়েছি। আমি আশা করি মহান আল্লাহর রহমতে জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হবো ইনশাল্লাহ।”
“মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, স.ম সেলিম রেজা, কাঁকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, করুনাময়ী ঘোষ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।
অপরদিকে সাতক্ষীরা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু কোষাধ্যক্ষ পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।
উল্লেখ্য যে, সম্প্রতি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কবির চৌধুরী ডেভিড মারা যাওয়ায় এ পদ দু’টি শুণ্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ৬/১১/২০২২ মনোনয়ন পত্র জমা, ৭/১১/২০২২ মনোনয়ন পত্র বাছাই, ৮/১১/২০২২ তারিখ বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৯/১১/২০২২ তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহার, ১১/১১/২০২২ তারিখ প্রতিদ্বন্দি প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ, আগামী ২২/১১/২০২২ তারিখ ভোট গ্রহন।