নভেম্বর ২, ২০২২
শ্যামনগরে জাতীয় যুব দিবস পালিত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশে-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে জাতীয় যুব দিবস-২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণনাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম আজিজুল হকের সঞ্চালনায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বেকার যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। 8,182,327 total views, 4,688 views today |
|
|
|