নভেম্বর ২, ২০২২
শ্যামনগরের গেলাখালী এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস জব্দ: আটক এক পলাতক-৩
ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করা হয়েছো। বুধবার দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশনের সদস্যরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ চোরাশিকারীকে আটক করে।
আটক চোরাশিকারীর নাম আদম আলী। সে গোলাখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে। 8,276,562 total views, 10,991 views today |
|
|
|