নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় দামোদার ব্রত উপলক্ষে সমর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) দুপুরে ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনিন রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দামোদার মাসের মহিমা সম্পর্কে আলোচনা ও পৌরহিত্য করেন গোবিন্দ গোস্বামী। ভগাবত আলোচনা করেন গোবিন্দ দাশ। হরিনাম সংকীন্তন পরিচালনা করেন ভোমরা পুরাতন হাটখোলা হরিনাম সংকীন্তন দল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভক্তবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন ভোমরা পুরাতন হাটখোলা রাধা-গোবিন্দ মন্দির কমিটির সভাপতি বাবু কার্ত্তিক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবু দীপঙ্কর কুমার ঘোষ। অন্যান্য সদস্যদের মধ্যে জগদীশ কর্মকার, দীপক ঘোষ, ভোলা দাশ, গনেশ ঘোষ, সুমিত ঘোষ প্রমুখ।