নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ যুগ পূর্তি উপলক্ষে প্রাক্তণ ছাত্র/ছাত্রীদের উদ্যোগে আগামী ২৩শে ডিসেম্বর রিইউনিয়ন ও মিলন মেলা অনুষ্ঠিত হবে। রিইউনিয়ন উদযাপনের লক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের রেজিষ্ট্রেশন চলছে।
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করেছেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন রেজিষ্ট্রেশন কমিটির আহবায়ক মো. মশিউর রহমান বাবু। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে দ্রæত রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।
ফরম সংগ্রহ করে দ্রæত ফরম পুরন করে পেইজে আপডেট দেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে যোগাযোগ- পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল নং-০১৭২০-৫৮৯৪৩১, মো. মশিউর রহমান বাবু আহŸায়ক রেজিষ্ট্রেশন কমিটি মোবাইল নং- ০১৭১৬-৪৬৩৭৮৭, গোলাম মোস্তফা সাহেব মোবাইল নং-০১৭১৩-৯৩৩৮৮১।