নভেম্বর ৬, ২০২২
দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার সারাদেশের ন্যায় দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন জানান, দেবহাটার ৩টি কেন্দ্রে প্রথম দিনে ৪০০ ছাত্র, ২৭২ জন ছাত্রী সহ সর্ব মোট ৬৭২ জন পরীক্ষা অংশ গ্রহন করে। যার মধ্যে দেবহাটার খানবাহাদুর আহছান উল্লা কলেজ কেন্দ্রে এইচএসসি ১৯৭ শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন উপস্থিত থেকে পরীক্ষায় অংশ নেন। এই কেন্দ্রে ২ জন ছাত্রী অনুপস্থিত ছিল। অপরদিকে হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এইচএসসি কেন্দ্রে ৪২১ জনের মধ্যে ৪১১ জন অংশ নেন। যার মধ্যে ৭ জন ছাত্র ও ৩ জন ছাত্রী অনুপস্থিত ছিল। এছাড়া দেবহাটা কলেজ বিএম কেন্দ্রে ৬৬ জন শিক্ষার্থী অংশ নেন। তবে বিএম শাখার পরীক্ষায় কেউ অনুপস্থিত ছিলেন না। তিনি আরো জানান, সরকারি নির্দেশনা মোতাবেক প্রথমদিনের বিকালে অনুষ্ঠিত্ব বিএম দ্বাদশ শ্রেণির পরীক্ষা সারাদেশের ন্যায় দেবহাটায়ও স্থাগিত রাখা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সুষ্ঠ, সুন্দর পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা সঠিক নিয়মে পরীক্ষায় অংশ গ্রহন করে। প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি ছিল। আগামী দিনগুলো সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাব্যাক্ত করেন। 8,255,127 total views, 4,036 views today |
|
|
|