দেবহাটা ব্যুরো : দেবহাটায় ইউনিয়ন আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা কুলিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আনসার ভিডিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুল আলোচনা রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আনসার ভিডিপি ইউনিয়ন লিডার নজরুল ইসলাম, আফিফা সুলতানা, কমান্ডার শরিফুল ইসলাম, হাফিজুল ইসলাম।
সভায় কুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহ প্রতিরোধে এলাকা পর্যায়ে সকলকে সচেতন হওয়ার কথা বলা হয়। তাছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এলাকায় কোথায় বাল্যবিবাহ হলে সাথে সাথে উপজেলা প্রশাসন কে জানাতে হবে বলে জানান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।