Site icon suprovatsatkhira.com

দেবহাটায় অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ ইউনুস আলী মোড়ল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে দেবহাটা উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস আলী নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে। দেবহাটা থানার এসআই শোভন দাস, এসআই শরিফুল ইসলাম, এএসআই শামীম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে।

এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪। এদিকে গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক কারবার, মৎস্যঘের লুটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী। ইউনুস ওই বাহিনীরই সক্রিয় সদস্য বলে জানান দেবহাটা থানার ওসি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সহিংস কর্মকান্ড ঘটিয়ে খলিশাখালিকে ফের অস্থিতিশীল করে তোলার ছক কষে আসছিল ভূমিদস্যুরা। ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ভূমিদস্যু বাহিনীর অন্যতম সদস্য ইউনুসকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। জানা গেছে, অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার হলেও, পুলিশের উপস্থিতিটের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় তার অপকর্মের সহযোগীরা। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version