নভেম্বর ৫, ২০২২
তালায় জাতীয় সমবায় দিবস পালিত
তালা প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) সকালে জাতীয় এবং সমবায়ী পতাকা পৃথক ভাবে উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমবায়ী দিবস চন্দ্র ঘোষ, অ্যাড. রবিউল ইসলাম এবং উত্তম সেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মো. তাওহিদুর রহমান এবং গীতা পাঠ করেন, ইউপি সদস্য প্রকাশ দালাল। সভা শেষে সমবায় ক্ষেত্রে সফলতার জন্য আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমিতি (আইডো), তালা কেন্দ্রীয় সমবায় সমিতি, তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি, পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমিতি, পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, পাকুড়িয়া মৎস্যজীবী সমবায় সমিতি, দক্ষিন শাহাপুর মৎস্যজীবী সমবায় সমিতিসহ একাধিক সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 8,274,764 total views, 9,193 views today |
|
|
|