নভেম্বর ৫, ২০২২
কালিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত¡র থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান, উপজেলা বিআরডিবি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন প্রমুখ। সহকারী পরিদর্শক মোহাম্মদ আব্দুস শুকুর খান ও সন্ন্যাসী কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীবৃন্দ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 8,274,705 total views, 9,134 views today |
|
|
|