নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অজয় কুমার রায়, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, কৃষি অফিসের এসএপিপিও আঃ গনিসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় খাদ্য বান্ধব কর্মসূচি ফেয়ার পাউজ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের তালিকা অন লাইন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলার ১১ ইউনিয়নে প্রকল্পের অধীনে ২১ হাজার ৬৯১ জন সুবিধাভোগী ১৫ কেজি করে চাউল স্বল্প মূল্যে পেয়ে থাকেন। এসব উপকারভোগিদের অন লাইন কার্যক্রম জুলাই মাসে শুরু হয় এবং ১৭ অক্টোবর পর্যন্ত ১৮ হাজার ৭৩২ জনের অন লাইন সম্পন্ন হয়েছে। বাকী থাকা ২ হাজার ৯৫৯ জনকে অন লাইন সম্পন্ন করার ব্যাপারে অগ্রগতি নিয়ে আলোচনা এবং ৭ নভেম্বরের মধ্যে অন লাইন কার্যক্রম সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।