নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিনভর পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মকর আলী গাজীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম (৪০), খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের মোঃ ইসমাইল সরদারের ছেলে অপহরণ মামলার আসামি রবিউল সরদার (৪০), বড়দলের সাইদ মালির স্ত্রী ওয়ারেন্টের আসামি চা বিক্রেতা সালেহা বেগম (৫০), আনুলিয়া ইউনিয়নের নাকা গোদাঘাট গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে সিআর মামলার আসামি হাফিজুল গাজী (৩৫) ও মফিজুল গাজী (৪০)।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান অপহরণের ঘটনায় অপহৃত ভিকটিমকে উদ্ধার করে গ্রেফতারকৃত অন্যান্য আসামিদেরকে শুক্রবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
8,276,342 total views, 10,771 views today