অক্টোবর ৪, ২০২২
শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় উচ্ছেদ করা জায়গা ফের দখলের চেষ্টা, উচ্ছেদ করলেন এসিল্যান্ড
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ করা জায়গা আবারও দখল করার অভিযোগ পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী সরেজমিনে গিয়ে দখলকারীদের উচ্ছেদ করেন। উচ্ছেদের পর আবারও ঐ জমি দখল হচ্ছে দেখে রেকর্ড ও দলিল মূলে ঐ জমির দাবীদার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. মেহের আলির দুই পুত্র মো. শাহিন হোসেন ও মো. ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি দেখার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে সদর উপজেলা এসিল্যান্ড সরেজমিনে শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় যান এবং দখলদারদের উচ্ছেদ করেন। এসময় ঐ এলাকার স্থানীয়রা জানান, শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় উচ্ছেদকৃত জায়গা জবর দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় গত ২ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় কামালনগর এলাকার একাধিক চাঁদাবাজী মামলার আসামী ইব্রাহীম মারুফের নামে মামলা হয়েছে। ইব্রাহীম এর নেতৃত্বে উচ্ছেদকৃত জায়গা আবারও দখল চলছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, এস এ খতিয়ান ৩২৩৩/১ এর সাবেক ১৪৫০৮দাগ ও হাল দাগ ১৬৯৪৭ দাগে ৫ শতক এবং ১৬৯৪৯ দাগে ৭ শতক সর্বমোট ১২ শতক জমি এস এ ও মাঠ জরিপের মালিক ওমর আলী সরদারের নিকট থেকে ২০১১ সালে ৪৯৯২ নং দলিলে কোবলামুলে খরিদ করে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. মেহের আলির দুই পুত্র মো. শাহিন হোসেন ও মো. ফারুক হোসেন। উল্লেখ্য যে, ২০০৫ সালে উল্লেখিত জায়গা সাতক্ষীরার সড়ক ও জনপদ বিভাগ তাদের সড়কের জায়গা বলে উচ্ছেদ করার ঘোষণা দিলে জমির পূর্বের মালিক ওমর আলী বাদী হয়ে সদর সহকারি আদালতে মামলা করে সেই মামলায় আদালত ৭/১০/২০১০ তারিখে চিরস্থায়ী নিষেধাঙ্গার আদেশ দেন। উচ্ছেদ অভিযান চলাকালে নাগরিক সমাজের প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তি এবং ঐ এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল সুষ্ঠু সমাধানের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 8,766,785 total views, 7,345 views today |
|
|
|