অক্টোবর ৩০, ২০২২
মিনিকেট ধান ও চাল বিষয়ে পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : মিনিকেট ধান ও চাল বিষয়ে ভ্রান্ত ধারণা দূরীকরণে কৃষক, কৃষিবিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়ী, রাইচ মিল মালিক, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে সাতক্ষীরায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা রাইচ মিল মালিক সমিতির আয়োজনে জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা’র সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, ডিএই সদর অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক মো. নাজমুল হাসান, জেলা রাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী), সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কুমার সাহা, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা রাইচ মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক প্রণয় দাস, ইবাদুল ইসলাম, তপন সাহা, ইদ্রিস আলী, পঞ্চানন সরকার, সন্ন্যাসী মন্ডল, সুকুমার সরকার, রমেশ সরকার ও মোসলেম উদ্দিন প্রমুখ। মিনিকেট ধান ও চাল বিষয়ে ভ্রান্ত ধারনা দূরীকরণে কৃষক, কৃষিবিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়ী, রাইচ মিল মালিক, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে পর্যালোচনা সভায় আলোচকদের বিস্তারিত আলোচনা ও মিনিকেট ধান ও চালের স্যাম্পল পর্যালোচনা করে মিনিকেট ধান ও চালের জাতের অস্তিস্থ্য আছে বলে সকলে একমত পোষণ করেন। এসময় কৃষক, কৃষিবিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়ী, রাইচ মিল মালিক, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 8,765,977 total views, 6,537 views today |
|
|
|