নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে “সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির আয়োজনে জেলা মুন্দর সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, স্বপন কুমার শীল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিনসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী পন্ডিত ও জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।