নিজস্ব প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস-২০২২। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে যেয়ে শেষ হয়। সকাল ১১টায় সাতক্ষীরা সরকারী কলেজ অধ্যক্ষ আমানুল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। এ সময় সেখানে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।