অক্টোবর ৪, ২০২২
শ্যামনগরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে “দুর্যোগ ও জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ইউনপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এতে প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়ন ও সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির ৫টি ¯øাম এ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। “দুর্যোগ ও জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা ও সুচিন্তিত মতামত গ্রহণ করার লক্ষ্যে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল ইসলাম, সিপিপির এডি মুন্সি নুর মোহাম্মদ, সিপিপির টিম লিডার মাকসুদুর রহমান মুকুল টিম, এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, পরিচালক নকশীকাঁথা চন্দ্রিকা ব্যানার্জী, সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, পিযুশ বাউলিয়া পিন্টু জলবায়ু পরিষদ, নাজমা পরভীন (উত্তরণ) সহ বুড়িগোয়ালিনী ইউপি সচিব রিয়াজুল ইসলাম, পদ্মপুকুর ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল উপস্থিত ছিলেন। এডুকো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মো. শাহিনুর ইসলাম ম্যানেজার প্রোগ্রাম ডেভেলপমেন্ট, ইম্মানুয়েল রানা সরদার, দিবাকর ঘোষ, কাজী রাহিদুল বারী, আদনান জেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন ও প্রকল্পের সফলতা কামনা করেন। 8,586,269 total views, 2,955 views today |
|
|
|