অক্টোবর ৮, ২০২২
শহরের পলাশপোল সবুজবাগে চোর চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি, সংশয়ে বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শহরের পলাশপোল সবুজবাগে একের পর এক চুরি সংগঠিত হচ্ছে। প্রতিকার না হওয়ায় সংশয়ে দিন কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা। পলাশপোল সবুজবাগের নির্মল সরকার জানান, গত ৩ অক্টোবর সন্ধ্যার পর তিনি স্বপরিবারে দুর্গা পুজা দেখতে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন চোর চক্রের সদস্যরা ছাদে উঠে সিড়ির দরজা ভেঙে বাড়ির বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র নিয়ে গেছে। তবে কোন মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতে পারেনি। তিনি আশঙ্কা করছেন তাদের বাড়ি ফিরতে আরো দেরী হলে বড় ধরনের ক্ষতি হতে পারতো। তিনি আরো বলেন একই পাড়ার আইনজীবী অ্যাড. মুকুন্দ রায় এর বাড়ির জানালা ভেঙে নবমীর দিন রাতে বাড়ির জানালা ভেঙে জিনিসপত্র নিয়ে যায় চোরজ চক্রের সদস্যরা। এ সময় মুকুন্দ রায় স্বপরিবারে তার গ্রামের বাাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে অবস্থান করছিলেন। একই পাড়ার শেখ মফিজুর রহমান বলেন, গত ২ অক্টোবর রাত ৮টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের ইউনিফর্ম পরা দুই সহোদর তার বাড়িতে ঢুকে চুরি করে কিছু মালামাল প্যাকেটে ভর্তি করার সময় তিনি জানতে পেরে তাদেরকে ধরে ফেলেন। বাচ্চা দুটি একই পাড়ার হওয়ায় তাদের অভিভাবদের ডেকে সতর্ক করা হয়।
একই পাড়ার কমলেষ ঘোষ জানান, গত ২৩ জুন রাতে তার বাড়ির জানালার গ্রীল খুলে চোর চক্রের সদস্যরা ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙে সাত ভরি সোনার গহনা ও নগদ সাত হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ভোর চারটার দিকে ঘুম ভেঙে যাওয়ায় তিনি আলমারি খোলা অবস্থায় দেখতে পান। পরতিন তিনি থানায় অভিযোগ করলে উপপরিদর্শক তপন ও পরে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তার বাড়িতে এলেও চুরির ঘটনায় আজো কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। এ কারণে অন্য কারো বাড়িতে চুরি হলেও তারা থানায় যেয়ে সময় নষ্ট করতে চাননা। 8,882,386 total views, 1,787 views today |
|
|
|