নিজস্ব প্রতিনিধি: পুলিশ এক মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ উদ্বার করেছে। গত রবিবার দুপুর দ’ুটোর দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নীচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত মুক্তিযোদ্ধার নাম সৈয়দ আলী (৮৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈচানা গ্রামের মৃত এজাহার আলীর ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার বৈচানা গ্রামের আব্দুল¬াহ জানান, তার বাবা সৈয়দ আলী গত ৪ অক্টোবর বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পর পরদিন তিনি থানায় ২৭৫ নং হারানো ডায়েরি করেন। রবিবার সকাল ১১টার দিকে তার বাবার অর্ধগলিত লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফট এর নীচে পাওয়া গেছে মর্মে তিনি জানতে পারেন। পুলিশ দুপুর দুটোর দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে পাঠায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত ই খুদা জানান, হাসপাতালের চারটি লিফটের মধ্যে তিনটি নষ্ট। কিভাবে কখন লিফটের তলায় পড়ে ওই মুক্তিযোদ্ধা মারা গেছে তা তারা জানেন না। ছুটির দিন রবিবার সকাল লিফটে যাতায়াতকারি হাসপাতাল কর্মী আরিফ দুর্গন্ধ পেয়ে তাকে অবহিত করলে ওই অর্ধগলিত লাশ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জ্মাান জানান, প্রথমিকভাবে এটা একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।