Site icon suprovatsatkhira.com

দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আ ফ ম রুহুল হক এমপি

দেবহাটা প্রতিনিধি : শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্য দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অধ্যাপক আ ফ ম রুহুল হক এমপি। রবিবার রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ ফ ম রুহুল হক এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এডিশনাল এসপি সজীব হোসেন, দেবহাটা সার্কেলের এএসপি এসএম জামিল হোসেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী মোল্লা, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মীর খায়রুল আলম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলনগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক আ ফ ম রুহুল হক নগদ সহায়তা প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version