Site icon suprovatsatkhira.com

দূর্গাবাটির সেই বেড়িবাঁধে আবারো ভাঙনের শঙ্কা

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনীর দূর্গাবাটিতে ভয়াবহ বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। খোলপেটুয়া নদীর করাল গ্রাস যেন থামছেই না। ভাঙনের তিন মাস যেতে না যেতেই আবারো আতঙ্কে দূর্গাবাটি এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে নতুন করে ১৫০ ফুটের মত ফাটল নিয়েছে। বেড়ীবাঁধের মাঝ বরাবর ফাটল নেওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। সাবেক ইউপি সদস্য নীলকান্ত রপ্তান বলেন, বেড়ীবাঁধ দূর্গাবাটি এলাকার মানুষের জন্য অভিশাপ। প্রতি বছর বেড়ীবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে এই এলাকার মানুষ। প্লাবিত হয় হাজার হাজার পরিবার ক্ষতি লক্ষ লক্ষ টাকার সম্পদ।

টেকসই বেড়ীবাঁধ ছাড়া এই ক্ষতি এড়ানো কোনোভাবেই সম্ভব নয় বলে জানান তিনি। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা নজরুল ইসলাম বলেন, রবিবার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে বাঁধের ফাটল স্থান পরিদর্শন করেছি। আনুমানিক ১৫০ ফুটের মতো জায়গায় ফাটল নিয়েছে। তবে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ করছে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বক্ষণিক বাঁধের ফাটলের কি অবস্থা সে বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাসুদ রানার বলেন, বুড়িগোয়ালিনী দূর্গাবাটি বেড়িবাঁধের কাজ চলমান থাকা অবস্থায় এ ফাটল দেখা দিয়েছে। সোমবার থেকে জিও বস্তা ডাম্পিং করা হবে। পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version