Site icon suprovatsatkhira.com

তালায় ৮দলীয় নৌকাবাইচ প্রতিযোগিতায় সোনাবাঁধাল দল চ্যাম্পিয়ন

তালা প্রতিনিধি : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে তালার সোনাবাঁধাল সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে ৮ দলীয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাঁধাল বড়বড়িয়া (বুলুয়া) নদীতে সোমবার (৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। নৌকাবাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংশ্লিষ্ট সোনাবাঁধাল দুর্গা মন্দির কমিটির সভাপতি বিনোধ বিহারী সরকার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, আওয়ামী লীগ নেতা নারায়ন মজুমদার ও আতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ।

মাস্টার নেপাল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা শ্রমিকলীগ নেতা আব্দুল জব্বার, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, আওয়ামী লীগ নেতা সরদার মামুন, কৃষকলীগ নেতা লিটন, মন্দির কমিটির সম্পাদক পঞ্চানন সরকার, কমিটির নেতা কার্তিক চন্দ্র, পবিত্র সরকার ও ঠাকুর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতায় সোনাবাঁধাল নৌকাবাইচ দল চ্যাম্পিয়ন এবং খাশেরাবাদ নৌকাবাইচ দল রানার্সআপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী অন্য সকল দলকে শান্তনামূলক অর্থ পুরস্কার প্রদান করা হয়। তালার মাদরা, সোনাবাঁধাল, শাহাপুর, বারানগর, মেশেরডাঙ্গা, রাজাপুর রাজমিস্ত্রি যুবসংঘ এবং আশাশুনির খাশেরাবাদ ও মহিষাডাঙ্গা নৌকাবাইচ দলের অংশগ্রহণে প্রাণবন্ত নৌকাবাইচটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version