তালা প্রতিনিধি : ‘বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন, হাতের পরিচ্ছনতায় এসো সবে এক হই’ এই ¯েøাগানে তালায় জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩১ অক্টোবর) সকালে উপ-শহরে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।