প্রাণবন্ত উপস্থিতি আর যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর করে সাতক্ষীরায় নবমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের সব চেয়ে বড় বিতর্ক আসর ‘বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০২২’।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। সমকাল সুহ্নদ সমাবেশ ও বিএফএফ যৌথভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ডে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, শাঁখরা কোমরপুর এ জি মাধ্যমিক বিদ্যালয় ও নবজীবন ইনস্টিটিউ।
বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মাহমুদুল হাসান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু, অধ্যাপক অলিউর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ পবিত্র মোহন দাস,অধ্যাপক আ.ন.ম. গাউছার রেজা, প্রভাষক মোমেনা খানম। প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ। (প্রেস বিজ্ঞপ্তি)।