Site icon suprovatsatkhira.com

জেলা তথ্য অফিসে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস সাতক্ষীরা কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় সুশাসন প্রতিষ্ঠান নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি এপিএ’র অংশ হিসেবে এ সভায় সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং তথ্য অধিকার আইনসহ জেলা তথ্য অফিসের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, গণপূর্ত বিভাগের উপসহকারী ইঞ্জিনিয়ার মো. জিল্লুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান, অগ্রগতি সংস্থার প্রোজেক্ট কো-অর্ডিনেটর আল মামুনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version