কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ১৯৫ জন শিশুকে গিফট বক্স দেওয়া হয়েছে। শনিবার সকালে শিশুদের মাঝে ওই গিফট বক্স বিতরণ করা হয়। আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সহযোগীতায় এবং অপারেশন জেনারেশনের অর্থায়নে এ গিফট বক্স বিতরণ করা হয়েছে।
আস্থার সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে ও পরিচালক উত্তম সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে গিফট বক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা বেগম, যশোরের এজি চার্চের পাস্টর আগস্টিন গারিমা, অপারেশন জেনারেশনের প্রজেক্ট ইনচার্জ রনি বিশ্বাস, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে, আস্থার সহকারী পরিচালক মকবুল হোসেন, মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা। গিফট বক্স হিসেবে শিশুদেরকে পোশাক, শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী দেওয়া হয়।