Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে হযরত খানবাহাদুর আহ্ছাউল্লাহ (রঃ) এর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট সুফি সাধক সুলতানুল আউলিয়া খানবাহাদুর আহ্ছানউল্লাহ(রঃ) এর জন্মসার্ধশতবার্ষিকী (১৫০তম) উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় নলতা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক।

১৫০তম জন্মশতবার্ষিকীতে হযরত খানহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এর জীবনবৃত্তান্ত ও তাঁহার কার্যক্রমের উপর সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর২০২২ থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত।
খানবাহাদুর আহ্ছানিয়া ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক সাবেক অতিরিক্ত সচিব ডা: মোহাম্মদ খলিলউল্লাহ, খানবাহাদুর আহ্ছানিয়া ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক,নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু মাসুদ, নলতা মিশনের খাদেম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ,নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোনায়েম, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানসহ জেলার বিভিন্ন কলেজ,স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version