Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে ধূম্রজাল

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ফারিয়া পারভীন (১২) নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সে ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি শেখ রবিউল ইসলাম ওরফে আইওর মেয়ে এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে।
নিহতের পরিবার জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারিয়া পান, সুপারি খাওয়ার চেষ্টা করে। এসময় পান সুপারি শ্বাসনালীতে আটকে যাওয়ায় তার মৃত্যু হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে শিশুটির মা বাড়িতে এসে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পান।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৭ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফারিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। মৃতুর কারণ পুরোপুরি জানতে সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ( মামলা নং- ২৯, তারিখ- ৬/১০/২০২২)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version